Posts

Showing posts from July, 2018

ইসলামের দৃষ্টিতে সুর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ

Image
সূর্যগ্রহণ: চাঁদ পরিভ্রমণরত অবস্থায় পৃথিবী ও সূর্যের মাঝখানে এলে পৃথিবীর মানুষদের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা কখনো সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এ অবস্থাকে সূর্যগ্রহণ বলে। আরবীতে এর নাম কুসুফ। ইংরেজীতে একে Solar eclipse বলে। চন্দ্রগ্রহণ: পৃথিবী তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এলে কিছু সময়ের জন্য পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করতে থাকে। তখন পৃথিবী-পৃষ্ঠের মানুষ/প্রাণীদের থেকে চাঁদ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এটাকে চন্দ্রগ্রহণ বলে। আরবীতে খুসুফ এবং ইংরেজীতে Lunar eclipse বলে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে আল কুরআন: কুরআন ঘোষণা করছে যে, মহাশূন্যে যা কিছুই রয়েছে তারা প্রত্যেকেই আপন আপন কক্ষপথে ঘুরছে (দ্রষ্টব্য: সূরা আল আম্বিয়া: ৩৩, সূরা ইয়াসীন: ৪০)। আল্লাহ আরও বলেন, “আকাসমুহে ও পৃথিবীতে কত নিদর্শন রয়েছে, যেগুলো তারা অতিক্রম করে যায় কিন্তু সেদিকে তারা মোটেও দৃষ্টিপাত করেনা” [সূরা ইউসুফ: ১০৫]। মুর্খেরা মনে করে এসব শুধুই বস্তু। বস্তুর নিয়মেই এগুলো পরিচালিত হয়। এগুলোকে তারা এন্টি রেডিয়েশন গ্লাস দিয়ে দেখে আর আনন্দ করে। অথচ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি ...

চাকরির পরীক্ষায় রাশিয়া বিশ্বকাপ নিয়ে যেসব প্রশ্ন হতে পারে

Image
বিদায় নিল রাশিয়া বিশ্বকাপ । সেই সাথে অপেক্ষা আগামী ৪ বছরের । অনেক জল্পনা-কল্পনা আর হিসাবের পাঠ চুকিয়ে বিশ্বকাপের ২১তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রান্স। বিশ্বকাপের উন্মাদনা তোলা রইল চার বছরের জন্য। পুরো বিশ্ব ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জ্বরের ঘোর কাটিয়ে উঠলেও, বিসিএস, ব্যাংক সহ সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে বিশ্বকাপ আসবে ঘুরেফিরে। রাশিয়া বিশ্বকাপের বিভিন্ন খুঁটিনাটি বিষয় থেকে নিয়োগ পরীক্ষাগুলোতে আসতে পারে একাধিক প্রশ্ন। সেসব খুঁটিনাটি বিষয় নিয়েই এই আয়োজন। প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনাকে হয়ত পরীক্ষার হল থেকে বের হয়ে কয়েকটা নম্বরের আক্ষেপ করতে হবে না। পাঠকদের জন্য রাশিয়া বিশ্বকাপের খুঁটিনাটি তুলে ধরা হলো- চ্যাম্পিয়ন: ফ্রান্স রানার্স আপ: ক্রোয়েশিয়া গোল্ডেন বুট: হ্যারি কেন (ইংল্যান্ড) গোল্ডেন বল: লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া) গোল্ডেন গ্লাভস: থিবো কোর্তোয়া (বেলজিয়াম) সিলভার বল: বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ড ব্রোঞ্জ বল: ফ্রান্সের অ্যান্তোনি গ্রিজম্যান সিলভার বুট: ফ্রান্সের গ্রিজম্যান ব্রোঞ্জ বুট: বেলজিয়ামের রোমেলু লুকাকু ফিফার সেরা উদীয়মান ফুটবল...